সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৭৮বোতল ফেনসিডিলসহ মনজিল খন্দকার (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শার্শার কাশিপুর বটতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক মনজিল শার্শার বটতলা গ্রামের হাসেম খন্দকারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মাসুম কাজী, জেলা গোয়েন্দা শাখা যশোর এর নেতৃত্বে (এসআই) আব্দুল মালেক, (এসআই) সোলায়মান আক্কাস, (এএসআই) হাসান জাহিদসহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর বটতলা গ্রামস্থ জনৈক দাউদ মিয়া সরকার এর পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুকুরের পশ্চিম পাড় হতে আসামী মনজিল খন্দকারকে ৭৮ বোতল ফেনসিডিলসহ আটক করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।