সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় প্রতিবন্ধী এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে ধর্ষক আব্দুল গফফার (৩৮) এর নামে শুক্রবার সন্ধ্যায় শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আমলাই গ্রামে এ ঘটনা ঘটে।ধর্ষক গফ্ফার আমলাই গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ এখনো পর্যন্ত ধর্ষককে আটক করতে পারেনি।
ধর্ষিতার স্বামী জানান, তার স্ত্রী রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে গফ্ফার তাকে মুখ চেপে ধরে ভয়ভিতী দেখিয়ে ধর্ষন করে।এসময় তার স্ত্রীর চিৎকার শুনে এগিয়ে এসে গফ্ফারকে ধরে প্রতিবেশিদের খবর দেয়া হয়।খবর পেয়ে গফ্ফারের স্বজনরা তাকে মারধর করে ছাড়িয়ে নিয়ে যায়।একই সাথে তারা মামলা না করার জন্য হুমকি দেয়।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের পরিদর্শক তদন্ত(ওসি) তারিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নাম্বার ১৫।এ ঘটনায় আসামীকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।