সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ১৫০ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন (২৩) নামে এক চালককে আটক করেছে পুলিশ।এ ঘটনায় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ভোরের দিকে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই) ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে একটি পিকআপসহ সোহাগকে আটক করা হয়।পরে পিকআপ তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।