সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ৪ হাজার জাল টাকার নোটসহ লিপি খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।সোমবার (৯ নভেম্বর) রাতে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক লিপি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরদারপাড়া গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদে মাধ্যমে জানা যায় প্রতারক চক্রের এক নারী সদস্য জাল টাকা নিয়ে বেনাপোল বাজারে কেনাকাটা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পোর্ট থানা পুলিশের উপ- পরিদর্শক(এসআই) মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪টি ১হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।