যশোর প্রতিনিধিঃ
যশোরে ইবাবা ট্যাবলেটসহ নাজমুল হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।রোববার (২৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি সোমেন দাশ। আটক নাজমুল বাঘারপাড়া উপজেলার ছাইবাড়ীয়া গ্রামের মমিনুল কাজির ছেলে।
ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (ওসি) সোমেন দাশের নেতৃত্বে (এসআই) সোলায়মান আক্কাস,(এসআই) শফিকুল ইসলাম,(এসআই) চন্দ্র কান্ত গাইন সঙ্গীয় ফোর্স সহ শনিবার সন্ধ্যায় বাঘারপাড়া থানাধীন ছাইবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে।এসময় ছাইবাড়ীয়া মাধ্যমিক বিদ্যায়ের পুরাতন ভাঙ্গা টিনসেড স্কুলের বারান্দার উপর থেকে নাজমুল হোসেনকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাঘারপাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।