সোহেল রানা, যশোর:
যশোরে ৮০ পিস ইয়াবাসহ মাসুম শেখ (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকেকোতয়ালী মডেল থানাধীন জাহাঙ্গীর সুইটস এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।আটক মাসুম শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার চাপাতলা গ্রামের মঞ্জর শেখের ছেলে।
ডিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ -পরিদর্শক(এসআই)আরিফুল ইসলাম, (এসআই) রইচ আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল কুমার ঘোষ সংগীয় ফোর্সসহ যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পশ্চিম পার্শ্বে জাহাঙ্গীর সুইটস এন্ড বিরিয়ানী হাউজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ৮০পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম শেখ কে আটক করে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রুপন কুমার শীল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।