সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ৭০ বোতল ফেনসিডিলসহ নাজিম উদ্দিন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বিকালে শার্শার খালদারপাড় পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক নাজিম বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত-আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এটিএম তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খালদারপাড় পশ্চিমপাড়া মিলন হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এসময় ৭০বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ নাজিম উদ্দিনকে আটক করে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।