সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণে রোটারী ক্লাব বনানী ঢাকার সৌজন্যে গরীব অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনায় ২০২০-২১ প্রকল্পের তৃতীয় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর সহধর্মিণী বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমিনুর রহমান, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান, এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মেদ আলী শাহীন, দৈনিক যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক অসহায় দুস্থ শীতার্ত নারী -পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।