সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শার্শা কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দুই দিনব্যাপী ই-নথি(ফাইল) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ ই-নথি ফাইল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান, প্রোগ্রামার,জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়,যশোর।
সার্বিক উপস্থাপনায় ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান কবির।এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।