- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মুরাদনগরে অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল ”মুরাদনগর লাইভ.টিভি”র প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোমতী মার্কেটে অবস্থিত “মুরাদনগর লাইভ.টিভি”র প্রধান কার্যালয়টি ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আবুল আয়েছ খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ ইসমাইল হোসেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ, মুরাদনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ হাসান মিয়া, জেলা পরিষদের সদস্য মোসা মমতাজ বেগম, ইউপি সদস্য লিটন সরকার, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুরাদনগর লাইভ.টিভির চেয়ারম্যান মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ মুরাদনগর লাইভ.টিভির সকল সদস্য বৃন্দ।