বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুর বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় যাত্রাপুর বাজার আউটলেট শাখার উদ্বোধনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা রিজিউনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
১০নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
যাত্রাপুর বাজারে এজেন্ট মেসার্স মোহাম্মদ এন্টারপ্রাইজ এর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া কোম্পানিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, যাত্রাপুর বাজার কমিটি সভাপতি মোঃ সালাম ভূঁইয়া সেলিম প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে যাত্রাপুর বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন যাত্রাপুর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আমিনুল ইসলাম অনু।