মুরাদনগর উপজেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি অডিটোরিয়াম রুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ হাসান, প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন ও প্রধান মেহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুল আমিন চৌধুর এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুরাদনগর স্টুডেন্ট অর্গানাইজেশন সাবেক সভাপতি , সোনালী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার পেন্সিল অফিসার সফুর ভূঁইয়া।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম, টিপু সুলতান, রবিউল আউয়াল টিপ, ইউসুফ, মামুন হাসান, মাইনুল ইসলাম, রাশেদ খান, আরিফুর রহমান, মাসুম ভূঁইয়া, রায়হান সহ প্রশাসনিক ভবনে কর্মকর্তা-কর্মচারী এবং ১ম ব্যাচ থেকে ১৮তম ব্যাচ পর্যন্ত মুরাদনগর এর সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা বলেন সবাই মুরাদনগরের শিক্ষা সহ সকল উন্নয়নে কাজ করতে চান। প্রধান অতিথি নাছির প্রবীণ এবং নবীনদের উদ্দেশ্যে করে বলেন মুরাদপুরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ভবিষ্যতে তাদের কর্মসংস্থান সহ প্রতিটি পরিবারে শিক্ষার আলো শিক্ষার আলো পৌঁছে দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত মুরাদনগর সকল ছাত্র-ছাত্রীরা কাজ করবে।