বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে ইউডিসি এজেন্ট পয়েন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টায় চাপিতলা ইউডিসি এজেন্ট পয়েন্ট শাখার উদ্বোধনি অনুষ্ঠানে ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাইয়ুম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
এজেন্ট মোঃ আব্দুল হাই এর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক এশিয়া কোম্পানিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, চাপিতলা অজিফা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ্ জাহান মিয়া প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে ব্যাংক এশিয়া চাপিতলা ইউডিসি এজেন্ট পয়েন্ট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরজাদা কাজী মোঃ ইউসুফ, মোতায়াল্লী।