মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দেশের স্বনামধন্য বহুল প্রচারিত আইপি সিটিজি ক্রাইম টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মুরাদনগর প্রেসক্লাবে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে সিটিজি ক্রাইম টিভি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সিটিজি ক্রাইম টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আমাদের সময়ের হাবিবুর রহমান, কালের কন্ঠের আজিজুর রহমান রনি, সরেজমিনের কেএম শারফিন শাহ্ধসঢ়;, প্রতিদিনের সংবাদের মোঃ নাজিম উদ্দিন, আমাদের কুমিল্লার এনএ মুরাদ, ভোরের কাগজের শামীম
আহম্মেদ। এসময় বক্তারা সিটিজি ক্রাইম টিভি’র আগামীদিনের সাফল্য কামনা করে চেয়ারম্যান আজগর আলী মানিককে অভিনন্দন জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল, আমাদের নতুন সময়ের ফাহাদ রহমান, গণকন্ঠের দেলোয়ার হোসেন, আমার সংবাদের এমএইচ শুভ, সবুজ নিশানের মাহফুজুর রহমান রুবেল, ভোরের চেতনার নজরুল ইসলাম, এবিসি নিউজ কুমিল্লার আবদুল মান্নান, সাংবাদিক মনির হোসেন, ডালিম আহম্মেদ ও ফয়সাল প্রমূখ।
আলোচনা শেষে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।