- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাঠালিয়াকান্দার আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা মামলার এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
সোমবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের কদমতলী গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ নসু মিয়া (৪০) ও মোঃ শিশু মিয়া (৩৮) এবং মৃত আয়াত আলীর ছেলে আব্দুল করিম(৭০)।
জানা যায়, উপজেলার কদমতলী গ্রামে ডেকে নিয়ে আব্দুস সাত্তারকে কুপিয়ে হত্যা মামলার এজাহার নামীয় তিন আসামী মোচাগড়া বাজার এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মোচাগড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ পলাতক তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গত শুক্রবার ( ৫মে) এজহার নামীয় দুই আসামী কদমতলী এলাকা থেকে কদমতলী গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও মুক্তল হোসেনের ছেলে মনির (৪০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজকের তিনজনসহ এপর্যন্ত আমরা পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামী তিনজনকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার (২মে) মুরাদনগর উপজেলার কদমতলী গ্রামে আব্দুস সাত্তারকে বাড়ী থেকে ডেকে নিয়ে এজহার নামীয় আসামীরাসহ আরো অজ্ঞাত ৪/৫ জন আব্দুস সাত্তারকে দিশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বরভাবে আহত করে। আহত আব্দুস সাত্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর নিহত আব্দুস সাত্তারের স্ত্রী বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪/৫ জনসহ মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।