- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী জসিম উদ্দিন (৪৫) উপজেলার ছিলমপুর গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী জসিম তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে, একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত আসানী জসিম উদ্দীনকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, দন্ডপ্রাপ্ত পলাতক আসামী জসিম উদ্দীনকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।