নিজস্ব প্রতিনিধি, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে স্কুল শিক্ষককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী মনির হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী উপজেলার ইউসুফনগর গ্রামের সামসুল হকের ছেলে।
জানা যায়, দিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালামকে স্কুল থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক প্রধান আসামী ইউসুফনগর গ্রামের মনির হোসেন মুরাদনগর উত্তরপাড়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আটতকৃত আসামী মনিরের বিরুদ্ধে পূর্বেও এই থানায় ৩টি মামলা রয়েছে। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করে বুধবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।