সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে করোনা সংক্রামণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাহেদাগোপ ভূইয়া বাড়ির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বাঙ্গরাবভাজার থানাধীন সাহেদাগোপ গ্রামের ভূইয়া বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাহেদাগোপ ভূইয়া বাড়ির আমেরিকান প্রবাসী নাসির উদ্দীন ভূইয়া ও তার সহধর্মীনি ফেরদৌস আরা ভূইয়ার নিজস্ব অর্থায়নে ৬ষ্ট বারের মত প্রায় শতাধিক অসহায় পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন মোঃ জালাল উদ্দীন ভূইয়া। ঈদের আগে এ খাদ্য সামদ্রী পেয়ে উচ্ছাসিত অসহায় ও কর্মহীন মানুষগুলো।
জানাযায়, প্রবাসী নাসির উদ্দীন ভূইয়া ও তার সহধর্মীনি ফেরদৌস আরা ভূইয়া রোজার মাসে ৬ ধাপে প্রায় ৬শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে, এবং তারা ঢাকার উত্তর খান এলাকার একটি মহিলা বিদ্ধাশ্রমে এক বেলা খাবারের ব্যাবস্থা করে যাচ্ছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোহেল সরকার, শরিফুল ইসলাম, মেহেদী হাসান সহ আরো অনেকে…