নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পূর্বধইর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে মরহুম হারুনুর রশীদ স্মৃতি টিভিকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হইয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন পূর্বধৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহন করেন, এলখাল একাদশ বনাম ৩নং ওয়ার্ড যুব একাশ। দীর্ঘক্ষণ দর্শকদের মন মাতিয়ে বিজয়ী হন এলখাল একাদশ।
৫নং পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফ.সি.এ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের।
রাসেল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রী বাবু বিশ্বজিৎ সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার আলম চিনু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আবুল খায়ের, চেয়ারম্যান বন কুমার শীব, চেয়ারম্যান ওমর ফারুক, শুকলাল দেবনাথ, বাঙ্গরাবাজার থানা আওয়ামী যুবলীগের আহবায়ক নাইয়ুম খান, যুগ্ম-আহবায়ক আব্দুল্লা নজরুল, বাঙ্গরা থানা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবলু আলী খান, পূর্বধৈর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল খায়ের, শেখ মনির মেম্বার, বাঙ্গরাবাজার থানা আওয়ামী যুবলীগের সদস্য মিয়া মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মুরাদনগর উপজেলা ছাত্রলীগ ও বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সবুজ, বাঙ্গরা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সোহেল, পূর্বধৈর সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মুস্তফা কামাল, এলখাল সমাজ কল্যাণ পরিষদের বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কাশেম, মহিলা নেতৃ কুলসুম আক্তার মিতু প্রমুখ।