সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ মনিরুল আলম দিপুর নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন শ্রীরামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অত্র এলাকার প্রায় ১ হাজার অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অজিফা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই এর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
৮নং চাপিতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. বাহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আর রশিদ, মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, চাপিতলা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মেম্বার হুমায়ুন কবির, ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, যুবলীগ নেতা পাবেল রহমান, মুকসেদুল হক, তাজুল ইসলাম, সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহসহ আরো উপস্থিত ছিলেন, চাপিতলা ইউনিয়নের মহিলা ওয়ার্ড মেম্বার ছামসুন্নাহার, পারুল বেগম, ছাবিনা ইয়াসমিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।