- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরনে প্রভাতফেরি করেছে মুরাদনগর উপজেলা শিল্পকলা একাডেমি।
বুধবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে এবং খালি পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহন করে প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সকল শ্রেনীপেশার মানুষ। প্রভাতফেরিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সদরের আল্লাহু চত্তর প্রদক্ষিন শেষে ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর মাধ্যমে শেষ হয়।
১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য প্রান দেয়া শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাতফেরিতে অংশগ্রহন করেন মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসকুল ইসলাম মাসুক, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারোয়ার হাসান চিনু, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, নিজাম উদ্দিন ভূইয়া, শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।