- নিজস্ব প্রতিবেদক:
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সোসাল মিডিয়ায় কটুক্তি করায় ব্লগার আসাদ নূরকে অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে কুমিল্লার বাঙ্গরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ।
গতকাল বুধবার (১৬ই আগস্ট) বিকালে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের পীর কাশিমপুর এলাকায় বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা বাঙ্গরা বাজার থানা শাঁখা ও গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গুলশানে মিলাদে মোস্তফা সাঃ সংগঠনের সভাপতি হযরত খাজা শাহ মাওলানা মোঃ রাসেদুল ইসলাম দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুরাদনগরের সাবেক উপজেলা চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মোঃ জহুরু আলম চিশতী, কুমিল্লা জেলার ইসলামী ছত্রনেতা মো জাবের হুসাইন, শায়েখ মোঃ বোরহান উদ্দিন রেজা, পীর কাশিমপুর আর.এন. উচ্চ বিদ্যালইয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর ভিডিও তৈরি করে ব্লগার কুখ্যাত আসাদ নূর মুসলমানের হৃদয়ে আঘাত করছে। ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে এই ব্লগারকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো: দাউদ মিয়াজী, পীর কাশিমপুর গুলশানে মিলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ কাজী লুৎফুর বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সাগর, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ শাহ্ আলম, মোঃ আমির খান রেজবী, মুফতি মাহবুব আলম নুরী, মুফতি সাইফুল ইসলাম রেজভী, মুফতি বোরহান উদ্দিন রেজা, মাওলানা আজাদ হুসাইন আল কাদেরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বাঙ্গরা বাজার থানার সভাপতি মাওলানা মোঃ আলাউদ্দিন আস-সাবেরীকে, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ কামরুল, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ এলাকার সর্বস্তরের জনতা।