- নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বুধবার ও বৃহস্পতিবার ১৩ ও ১৪ মার্চ এই দুইদিন কুমিল্লার কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জানাযায়, নতুন ফিডার তৈরীর লক্ষে রক্ষনাবেক্ষন কাজে মুরাদনগর-১ উপকেন্দ্রের ৪,৫,৬,৭ নং ফিডার সকাল ০৮টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবারাহ বন্ধ থাকবে।
এসময় উপজেলার নগরপার, কম্পানিগঞ্জ বাজার, উত্তর ত্রিশ, নবিপুর, শিবানীপুর, কুলুবাড়ি, পদুয়া, ছিলমপুর, শোলাপুকুরিয়া, বাখরনগর, টনকি, চাপিতলা ও চৈনপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।