মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল, সহ—সভাপতি গোলাম সারোয়ার সমরেজ, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা, মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক উত্তম সূত্রধর, জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম মিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইব্রহিম, ইমরান, জামাল, প্রদিপ, মালু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেক কাটা হয়।