- নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে বখাটের হাতে জিম্মি হয়ে পরেছে এক প্রবাসী পরিবার। আতংকে দিনযাপন করছে তারা।
উপজেলার জাহাপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের রাজ্জাক মিয়ার বাড়িতে মোবাইল চুরিকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে ইমরান প্রকাশে বুলেট নামে এক যুবক ।
গত শুক্রবার দুপুরে রাজ্জাক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ইমরান। এতে ঘড়ে থাকা সোফা, খাট ও আস-পাশের জিনিসপত্র পুড়ে যায়।
অভিযোগ উঠে একই এলাকার মোবারক হোসেন’র ছেলে ইমরান প্রকাশে বুলেট নামে এক যুবক গ্রামের রাজ্জাক মিয়ার প্রতিবেশি। বাড়িতে বৃদ্ধ রাজ্জাক মিয়া ছাড়া অন্য কোন পুরুষ লোক নেই। ছেলের বৌ ও নাত্যি-নাত্নি কে নিয়ে একাই থাকে বাড়িতে। কয়েক মাস আগে তাদের বাড়ি থেকে একটা মোবাইল চুড়ি হলে প্রশাসনের মাধ্যমে আসামিসহ তা উদ্ধার করা হয়। সে থেকেই ইমরান রাজ্জাক মিয়ার পরিবারের সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে পরে। নানান ভাবে চেষ্টা চালায় ক্ষতি করার। সর্বশেষ শুক্রবার দুপুরে রাজ্জাক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ইমরান।
এবিষয়ে রাজ্জাক মিয়া বলেন, আমি বৃদ্ধ মানুষ। আমার ছেলেরা প্রবাসে থাকে ছেলের বৌ ও নায়-নাতকর নিয়ে বাড়িতে থাকি। ইমরান আমার বাড়ি থেকে মোবাইল চুরির পর থেকে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছিলো। ঘটনার আগের দিন সে মহিলাদের টয়লেটে পানি ব্যবহারের পাত্রে মরিচের গুড়া মিশিয়ে দেয়। তার পরদিন সে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি তার সুষ্ঠ বিচারের দাবি জানাই।
ভুক্তভোগি আখি আক্তার বলেন, ঘটনার পর দিন এলাকার গন্য-মান্য ব্যাক্তিদের নিয়ে এ বিষয়ে কথা বললে তারা আইনি পদক্ষেপ নেয়ার পরামর্ষ দেয়। আমরা গত শনিবার থানায় একটি অভিযোগ দেই।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।