নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের অসহায় এতিম ছেলে মামুন (১২) ও তার বোন শিল্পি আক্তার (১০) এর পাশে দাঁড়ালো ফুড ব্যাংক ফাউন্ডেশন।
কিছুদিন পূর্বে সড়ক দূর্ঘটিয় মামুনের পা ভেঙ্গে যায়, সঠিক চিকিৎসা ও নিয়মিত ঔষধ কিনে দেওয়ার মতো সামর্থ না থাকায় চিকিতসাহীনতায় ভুগছিলেন এতিম মামুন।
পরে বিষয়টি সামাজিক যোগাযগ মাধ্যম ফেইসবুকে, ফুড ব্যাংক ফাউন্ডেশন একটি মানবিক প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীদের নজরে আসলে ফুড ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শাহ্ পরান ও সভাপতি মো: সাইফুল ইসলামের সহায়তায় মামুনের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
পরে নজরে আসে শিলায় ঝড়জরিত মামুনের ঘরটি, সে ঘরটি শিলা বৃষ্টিতে ঝড়জড়িত ছিল দীর্ঘ ১বছর। এমন ঘরে থেকে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল ৭সদস্যের অসহায় মামুনের পরিবারের। যেখানে ঝড় বৃষ্টি হলেই ঠায় নিতো অন্যের ঘরে। খুব কষ্ট করে থাকতে হতো পরিবারটিকে। কিন্তু টাকার অভাবে একটি ঘর নির্মাণ করতে পারেনি সেই পরিবার। এমন সময় নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ফুড ব্যাংক ফাউন্ডেশন।
যাদের আর্থিক সহযোগিতায় অসহায় এতিম অসুস্থ মামুনের পরিবার কে ঘরটি করে দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন ফুড ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ শাহ্ পরান, সভাপতি সৌদি প্রবাসী সাইফুল ইসলাম, সহ-সভাপতি ইন্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবী মোঃ ইউসুফ, মোঃ সাজিদ হোসেন, মোঃ খালিদ সহ অন্যান্যরা।
ঘরটি উদ্ভোধন করার সময় উপস্থিত ছিলেন ফুড ব্যাংক ফাউন্ডেশনের পরিচালক সাইদুর রহমান সাঈদ, সহকারী পরিচালক ইকবাল হোসেন, মোঃ ইয়াছিন আহমেদ জয়, ইউনুস মমিন,
টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালইয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ জালাল, ১০নং যাত্রাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম, মোঃ গোলাম সারোয়ার, মোঃ নাসির, মোঃ কবির, ফুড ব্যাংক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মেহেদী, শাকিব মমিন, ইমন সহ আরও অনেকেই।