বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
“অপারেশন ডেভিল হান্ট” মুরাদনগরে যুবলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বাবু গ্রেপ্তার নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে অবৈধ ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঘোষণা ব্যঙ্গ করে নাম ডাকায় হোমনায় কিশোরের ছুরিকাঘাতে কিশোর খুন কুমিল্লায় আইনজীবী সমিতিতে আ’লীগের দুই নেতা, বিক্ষুব্ধ আইনজীবীরা মুরাদনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে স্বাগত মিছিল মুরাদনগরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন জামায়াতের কর্মী সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, নাগরিক সমাজের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন ঘোড়াশাল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গৌরীপুর একাডেমি চ্যাম্পিয়ন মুরাদনগর ভূতাইলে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদ কুবি’র নবীন বরণ ও মিলন মেলা মুরাদনগরে পিৎজা গ্যালারির উদ্ধোধন বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মুরাদনগরে প্রধানমন্ত্রীর কটুক্তিকারি হাবিব মিথ্যা মামলা দিলেন ১০ সাংবাদিকের বিরুদ্ধে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৭৮১ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলার আসামি প্রতারক হাবিবুর রহমান হাবিব এবার মামলা দিলেন ১০ পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে। মামলাবাজ হাবিব চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বেশ কয়েকটি মামলার আসামি। সম্প্রতি ওই প্রতারকের নেতৃত্বে মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফসহ ৪ সাংবাদিকের ওপর হামলা এবং অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাদের বিরুদ্ধে উল্টো আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। এতে মুরাদনগর উপজেলার সচেতন মহলে ব্যাপক সমালোচনা চলছে। এদিকে প্রতারক হাবিবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে প্রতারক হাবিবুর রহমান ওরফে ইব্রাহিম দীর্ঘদিন যাবত নানা ধরনের প্রতারণা করে আসছিল। সম্প্রতি ভোটার আইডি কার্ডের সংশোধন, জন্ম নিবন্ধনসহ নানা অনলাইন ভিত্তিক সেবা মূলক কাজের দালালির অন্তরালে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এরই মাঝে হাবিবের নেতৃত্বে ১০-১২ জনের একটি প্রতারক দল উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে আসছে। এসব বিষয় নিয়ে রীতিমত প্রতিবাদ করে আসছিল সরকার নিবন্ধিত সংগঠন মুরাদনগর প্রেসক্লাবের মুলধারার সাংবাদিকরা।
গত ১৯ই মে মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ সংবাদ সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে প্রতারক হাবিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী আরিফের উপর হামলা করে তাকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রেখে অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাকে মারধর এবং প্রান নাশের চেষ্টা করেন।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা মাহবুব আলম আরিফকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।  এ সময় এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী চক্র পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও প্রতারক হাবিব উল্টো মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ১০ সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়।

মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ বলেন, প্রেসক্লাবের মুলধারার সাংবাদিকরা হাবিবুর রহমান ও আজিজুর রহমান রনির অবৈধ গ্যাস সংযোগসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেয়া হয়েছে। প্রশাসন ভালোভাবে তদন্ত করলেই সব সত্যি বেরিয়ে আসবে।
এ বিষয়ে হাবিবুর রহমানের মোবাইল ফোনে বার বার চেষ্টা করে পাওয়া যায়নি।

কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com