আলম সামস্, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে বঙ্গবন্ধুর কন্য আওয়ামিলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বাঙ্গরা বাজার থানা আওয়ামিলীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাঙ্গরা বাজার থানা আওয়ামিলীগ অফিস কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬নং বাঙ্গরা উইনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু ইসহাক রাজুর সভাপতিত্বে ও আবু বকর সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা (উ.) জেলা আওয়ামিলীগের সভাপতি ম. রুহুল আমিন।
দোয়া ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, গোলাম ফারুক রানা, বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের আহ্বায়ক ও ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুমুছা আল কবির, বাঙ্গরা উইনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, বাঙ্গরা উইনিয়ন যুবলীগের আহ্বায়ক বাবলু আলী খান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের আহ্বায়ক আবুল কালামসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার নেক হায়াত কামনা করেন।
এছাড়া দোয়া ও আলোচনা সভায়, বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী কুলসুম আক্তার মিতুসহ বাঙ্গরা বাজার থানা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
আলোচনা ও দোয়া শেষে বাঙ্গরা বাজার থানা আওয়ামিলীগ অফিস কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।