- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো গার্ল গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে মুরাদনগর উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্প করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও গার্ল গাইডস এসোসিয়েশনের উপদেষ্টা আলাউদ্দীন ভূঞা জনী।
উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রী এ ক্যাম্পে অংশগ্রহণ করেন।
উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ, কুমিল্লা জেলার অতিরিক্ত আঞ্চলিক কমিশনার এডভোকেট ফাহমিদা জেবিন, আদর্শ সদর উপজেলার স্থানীয় কমিশনার নাজমা খানম।
গার্ল গাইডার রাশিদা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ডি ডি এস ওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ।
এসময় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গার্ল গাইডস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদিকা ইয়াছমিন আক্তারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাইড শিক্ষক ও গার্ল গাইডরা উপস্থিত ছিলেন।