সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে তাজিম মিয়া (৫) ও আয়েশা আক্তার (৪) নামে মামা ভাগনীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দ্রাবাদ গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত তাজিম মিয়া পাশ্ববর্তী নবীনগর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের সজিব হোসেনের ছেলে। সে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। আয়েশা আক্তার হায়দ্রাবাদ গ্রামের আক্কাস মিয়ার মেয়ে। নিহতরা সম্পর্কে মামা-ভাগনী ছিলো।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মামা-ভাগনী পরিবারের অগোচরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে তাজিম মিয়া সাতার না জানায় সে পানিতে ডুবে যায়। ভাগনি আয়েশা এ দৃশ্য দেখে তাকে বাঁচাতে গেলে সে ও পানিতে ডুবে যায়। পরে স্থানিয় এক ব্যাক্তি আয়েশার মরদেহ পানিতে ভাসতে দেখলে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে হায়দ্রাবাদ সামসুল হক মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।