- নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
উন্নয়নের বার্তা তুলে ধরে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের চাপিতলায় নৌকা প্রতীকের ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী উঠান বৈঠকে ইউসুফ হারুন মুরদনগরের বৃহৎ উন্নয়নের উল্লেখযোগ্য কিছু তথ্যের মধ্যে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ আড়াই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, নবীপুর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন, উপজেলার বিদ্যুৎ আট মেগাওয়াট থেকে ষাট মেগাওয়াট উন্নীত করনসহ সকল উন্নয়নের তথ্য তুলে ধরে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
চাপিতলা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি কাইয়ুম ভূইয়ার সভাপতিত্বে ও আ’লীগ নেতা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন চাপিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুছা আল কবির।
এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইসমাইল, জেলা পরিষদ সদস্য মনিরুল আলম দিপু, মুক্তিযোদ্ধা খবির আহাম্মেদ। এসময় আন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, বাহার খান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, শরীফুল ইসলাম, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদক এ্যাডঃ আসমা বেগম রত্না, বাবলু আলী খান, সফিকুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বৈঠকে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিপুল পরিমান সাধারন নারী পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।