- মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। বই সকলেরই প্রিয় বন্ধু, মানুষের সুপ্ত জ্ঞানের দরজা উন্মুক্ত করতে সক্ষম বই। যে ব্যক্তি যত বই পড়বে তার জ্ঞানের গভীরতা তত বেশি। বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের মাঝে গড়ে তুলে পড়ালেখার প্রতি অন্যরকম আবেগ। শিক্ষার্থীরা নতুন বইয়ের সৌরভে আকৃষ্ট হয়ে মনের আনন্দে আহরোণ করে পাতায় পাতায় লেখা প্রতিটি বাক্যের মাধুর্যতা।
কুমিল্লার মুরাদনগরের প্রাক-প্রাথমিক ও সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে নতুন শিক্ষাবর্ষের বই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়,দুর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাস্থানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন নতুন শ্রেণির পাঠ্যপুস্তক। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা,উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান প্রমূখ।
ষষ্ঠ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী বলেন, নতুন বইয়ের গন্ধে আমরা লেখাপড়ায় আকৃষ্ট হই। বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে আমরা খুব উচ্ছ্বাসিত। নতুন শ্রেণির বইয়ে নতুন গল্প,কবিতা পড়তে আমরা মুখিয়ে রয়েছি।
পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। বছরের শুরুতে নতুন বই বিতরণ করতে পেরে শিক্ষকদের মাঝেও লক্ষ্য করা গেছে আনন্দ।