নিজস্ব প্রতিবেদক:
মুরাদনগরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী কে ধর্ষণের চেষ্টা, আদালতে অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা।
মামলা সূত্রে জানা যায় যে, গত ১৭ নভেম্বর রাত ৮ টার দিকে মোবাইলে ভিডিও দেখার কথা বলে ঘরে আলগা ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক পরনের কাপড় খুলে, ঝাপটে ধরে খাটের ওপর শুয়ে ধর্ষনের চেষ্টা করে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ( দক্ষিণ) ইউনিয়ন কৈজুরী গ্রামের মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে আলম মিয়া (৩৫)।
শিশুর ঢাক চিৎকার শুনে ওই বাড়ীর খলিল মিয়ার স্ত্রী আকলিমা, মৃতঃ নুরু মিয়ার স্ত্রী জাহানারা বেগম ও শাহজাহান মিয়ার ছেলে জাহিদুল হোসেন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়, গত ২১ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে কুমিল্লা বিচারক ( জেলা) ও দায়েরা জজ) আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ০৩, স্মারক নং ৬৬৫।
বেঞ্চ সহকারী —– এখতেখার রশিদ- আদালতে অভিযোগ দায়ের করেন, আদালত মুরাদনগর থানা অফিসার ইনচার্জ কে আগামী ৭ টি কার্য দিবসের মধ্যে এ অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত রিপোর্ট দাখিল করার নির্দেশ প্রধান করেন।
এ ব্যপারে উক্ত গ্রামের মাতাব্বর ফুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা সমাজের তারা বসে শালিসি করে ৩৫ হাজার টাকা রায় করে ছিলাম, বাদী পক্ষ মানেনি, তারা আদালতে মামলা করেছে। এ ব্যপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন এ ঘটনার সত্যতা যাচাই করে যথা সময়ে মামলার তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত আলম পলাতক আছে।