- নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:
মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঁচে পা রাখা উপলক্ষে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭.৩০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মুরাদনগর প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফের উপন্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান প্রফেসর কাজী মোঃ তুফরীজ এটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, সদস্য আবিদ আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, ইউপি সদস্য আলামিন বাদশা, মুরাদনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব, সমকালের মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, ইত্তেফাকের মোশাররফ হোসেন মনির, প্রতিদিনের সংবাদের নাজিম উদ্দিন, মাতৃভূমির খবরের আহসান হাবিব শামীম, সরেজমিনের কেএম শারফিন শাহ্, যুগান্তরের সুমন সরকার, ইনকিলাবের মনির খাঁন, সময়ের আলোর ফাহাদ রহমান, আমার সংবাদের মেহেদী হাসান শুভ, বাংলাদেশের খবরের মাহফুজুর রহমান, খোলা কাগজের আরিফ গাজী, গণকন্ঠের রাসেল মিয়া, কালজয়ীর দেলোয়ার হোসেন, সেরা কন্ঠের আলমগীর হোসেন, একুশে সংবাদের নজরুল ইসলাম, ভোরের চেতনার দুলাল আহমেদ, শিক্ষক অলিউর রহমান, মিজানুর রহমান, ওসমান সরকার প্রমূখ।
এ সময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।