নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে উৎসবমূখর পরিবেশে “নহল উত্তরপাড়া একতা শান্তি সংঘ ক্লাবের টিভি কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২১” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাত ৮টায় বৃষ্টি উপেক্ষা করে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা ধামঘর ইউনিয়নের নহল উত্তর পাড়া ব্যাডমিন্টন মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফিরোজ মিয়ার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিবিসিআই এর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র পক্ষে টুর্ণামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য ও মুরাদনগর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো: নাজিম উদ্দিন।
মুরাদনগর প্রেসক্লাবের সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় এবং সাংবাদিক নজরুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সদস্য ফাহাদ রহমান, এম এইচ শুভ, মাহফুজুর রহমান রুবেল, রাসেল মিয়া, আরিফ গাজী, সাজ্জাদ হোসেন শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী খুরশেদ মিয়া, ডাক্তার আব্দুল হাকিম, আজিমুদ্দিন সরকার, পরিচালনা কমিটির সদস্য মো: শাকিল মিয়া, মো: কাউছার সরকার, ইব্রাহিম মিয়া, ইয়াছিন সরকার, আরিফ মিয়া , মাইনুদ্দিন মিয়া, শামিম খন্দকার, শাকিল সরকার, আসিফ মিয়া, মুর্শিদ মিয়া, ময়নাল মিয়া প্রমুখ।
উদ্বোধন শেষে হোমনা ব্যাডমিন্টন টিম বনাম মুরাদনগর ব্যাডমিন্টন টিমের মধ্যকার খেলায় ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হোমনা ব্যাডমিন্টন টিম জয়ী হয়।