- নজরুল ইসলাম, মুরাদনগর দক্ষিণ:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রায়তলা “চিশতিয়া জালালিয়া দরবার শরিফের আ’লা হযরত আল্লামা শাহ সুফি মুফতি আব্দুল জলিল শাহ (রহ:) এর ৩য় বার্ষিক ওফাত শরিফ পালিত হয়েছে।
সোমবার বাদ জোহর উপজেলার রায়তলা হুজুর বাড়ির চিশতিয়া জালিলিয়া সুন্নিয়া মাদ্রাসায় হুজুরের চতুর্থ সাহেবজাদা আল্লামা শায়েখ ফখরুল ইসলাম চিশতির তত্বাবধানে মিলাদ ও দোয়ার মাধ্যমে আ’লা হযরতের ৩য় বার্ষিক ওফাত শরিফ পালিত হয়।
হুজুরের বড় নাতি, কে.এম. আজমাল হুসাইন আল-কাদেরি সার্বিক বিষয় উপস্থাপনা করেন।
হুজুরের বড় নাতি, কে.এম. আজমাল হুসাইন আল-কাদেরি।এসময় উপস্থিত ছিলেন, খাড়েরা ফতিহা দরবার শরিফের সাজ্জাদানশিন পীর ছাহেব, চান্দিনা টাটারা দরবার শরিফের পীর ছাহেব, সিরাজিয়া দরবার শরিফের পীর ছাহেব, জয়পুর মাদ্রাসার সুপার মহদয়সহ হুজুরের সকল সাহেবজাদাগন।
এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত শায়েরগন, ও বিভিন্ন ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।