বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় এগিয়ে নিতে কুমিল্লার মুরাদনগরে গাজীপুর মাদরাসাতুল কিতাব ওয়াস সুন্নাহ’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসাটির শুভ উদ্বোধন ও বক্তব্য রাখেন, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
লাউহ ফতেহপুর আলিম মাওরাসার মোদাররিস মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান মেহমান বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।
এসময় কুমিল্লা উত্তর জেলা তাতিলীগের সদস্য মোঃ সালাউদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু, ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল আহমেদ মোল্লা ও বিশিষ্ট সমাজ সেবক এস জে এন আলমগীর, বাঙ্গরাবাজার থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ নজরুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাহিন বিন আনব্দুল খালেকের প্রতিষ্ঠিত এই মাদরাসাটি উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরাবাজার থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রাসেল মিয়া, মোঃ কামাল হোসেন, ডাঃ সাহিদুর রহমান, অত্রমাদরাসার সাধারন সম্পাদক জিলানী মাষ্টার, মোঃ হাবিবুর রহমান পাশু, হাজী সাহ আলম সরকার প্রমূর্খ।