- ওসমান গনি সরকার:
কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আওতায় ক্লাবের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২০ জুলাই) মহিলা বিষয়ক অধিদপ্তর, মুরাদনগর উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ২২ টি ইউনিয়নের মোট ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে উপজেলা কবি নজরুল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল খন্দকার, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী মোঃ জিকরুর রহমান, একাডেমিক সুপারভাইজার কহিনুর বেগম, জেলা ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসান, স্কাউট সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রেডিট সুপারভাইজার মোঃ কামরুল হাসান ভূঁইয়া, জেন্ডার প্রোমোটার ওসমান গনি সরকার , মহসিন ভূঁইয়া, সাইফুল ইসলাম, সোহাগী আক্তার, জেসমিন আক্তার, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এবং উপস্থিত অতিথিবৃন্দ উপজেলা কিশোর-কিশোরী ক্লাব এর সঙ্গীত, আবৃত্তি, ও চিত্রাঙ্কন এর ভূয়সী প্রশংসা সহ তাদের ক্লাব কার্যক্রমের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
মোবাঃ ০১৬৮৬-৬৮৭১০৫
তাং ২০-০৭-২০২৩