নিজস্ব প্রতিবেদকঃ
‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা ও আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় কন্যা শিশু দিবস স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার ও সাংবাদিক আজিজুর রহমান রনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক সফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত আইজিএ প্রকল্পের আওতাধীন ৫০ জন প্রশিক্ষনাথীর মাঝে সনদ বিতরণ করেন ।