সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন এলখাল গ্রামে, এলখাল সমাজ কল্যাণ পরিষদের এক যুগ পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এলখাল সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠনটির সভাপতি মুকসুদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫ নং পূর্বধইর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শরিফ। সভায় এস, এ সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস.আর রহিম পারভেজ।
সভায় আরো বক্তব্য রাখেন, মোখলেছুর রহমান হিরন, জাকির হোসেন রাজু, মাও. হাফেজ মুস্তাফিজুর রহমান ইকবাল, বশির আহমেদ ভূইয়া, আনোয়ার হোসেন, হাসান বসরী,তাজুল ইসলাম, অরুন মাষ্টার, মান্নান সরকার, আল- আমিন বাহার, মাহমুদ সরকার সাগর সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এলখাল সমাজ কল্যাণ পরিষদের পক্ষথেকে উপস্থিত ছিলো-
রুহুল আমিন, কবির সরকার, মোহাম্মদ আলী,রুবেল,দবির, বাদল সরকার, মোজাম্মেল,কালন, মুমেন, অলি হোসেন, ইকবাল মাষ্টার কামরুল, সাদেক প্রমুখ।
সংগঠনের প্রবাসী সদস্যরা হলেন-
বিল্লাল সরকার পায়েল, এরশাদ সরকার, নাছির উদ্দিন, জুয়েল রানা, জিলানী, খোকন, আফসার, শামসুল হুদা, রফিকুল ইসলাম,আসু মিয়া, সালাম, সোহেল, শামীম সরকার,মুমেন, রবিউল, প্রমুখ।
সভা শেষে মাও. গোলাম সারোয়ার শামিম এর মিলাদ ও মাও. মুস্তাফিজুর রহমানের দোয়ার মাধ্যমে সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন।