- বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি:
হাটাশ দক্ষিন পাড়া আদর্শ সামাজিক যুব সংগঠন এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুরমাংস বিতরণ করা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও মুরাদনগরের হাটাশ গ্রামে প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদউপহার হিসেবে গরুর মাংস বিতরণ করেছে হাটাশ দক্ষিন পাড়া আদর্শ সামাজিক যুব সংগঠন নামেএকটি সামাজিক সংগঠন।
সংগঠনের সভাপতি মো: শামিম সরকারের সার্বিক তত্বাবধানে ও সদস্য এবং প্রবাসী সদস্যদের আর্থিকসহযোগিতায় মাংস বিতরণ করে তারা। সংগঠনের সদস্যরা রাতের আধারে অসহায় ও দুস্থ লোকজনেরবাড়ি বাড়ি এই মাংস পৌছে দেয়।
মাংস পেয়ে আনন্দে আত্মহারা অসহায় ও দুস্থ লোকজন। আর তাদের কাছে এই মাংস পৌঁছে দিতে পেরেসন্তুষ্ট আয়োজকেরা।
শুক্রবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার হাটাশ গ্রামে এই মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠের সাধারন সম্পাদক মো: আশেকে এলাহী, উপদেষ্টা মো: কামাল, মো: আলম, মো: বাসির, সাবেক ম্যাম্বার অলেক মিয়াসহ সংগঠনের সদস্যবৃন্দরা।
এমন মহৎ কাজে অর্থ ও শ্রম দিয়ে যারা সহযোগীতা করেছেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলী মোঃশাহজাহান সরকার, মোঃ লোকমান উদ্দিন, মোহাম্মদ বাবুল সরকার, জয়নালআবদিন মোল্লা, মোহাম্মদ নাজমুল হাসান, মোহাম্মদ কামাল হোসেনসহ
সাধারণ সদস্য সাধারণ সদস্য মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ মোহন সরকার, মোহাম্মদআলম, মোহাম্মদ জাকির হোসেন, রুহুল আমিন সোহেল, রবিউল হক হিমু, মোহাম্মদ নুর আলমসরকার, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।