কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী এলাকায় কাগজপত্র বিহীন একটি অবৈধ ইট ভাটা চলাকালে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
রবিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকার রাবেয়া ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খান।
জানা যায়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে আসছে পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাবেয়া ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৩লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।