মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগরে মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেস নামে বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মুরাদনগর সদর এলাকায় এই অনুমোদনহীন হাসপাতালে অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাঃ জয়ন্ত, মুরাদনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরও শাহাদাত হোসেন এবং মুরাদনগর থানা পুলিশ।
ভ্রমমাণ আদালত সূত্রে জানা গেছে, মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেস বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। ওই হাসপাতালে লাইসেন্স ছিল না। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, মুরাদনগর মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেস নামে বেসরকারি হাসপাতাল- ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।