নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ ও শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্তের ১৩৭ তম জন্ম বার্ষীকি উদযাপিত হয়েছে।
২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় শ্রীকাইল সরকারি কলেজ মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: সহকারী অধ্যাপক কাজী আব্দুল জলিল, সহকারী অধ্যাপক দেওয়ান মোঃ নকিবুল হুদা, প্রভাষক কামরুল হাসান (মিকাইল), শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহকারি শিক্ষক ছাদেকুর রহমান, কথা সাহিত্যিক আবদুস সাত্তার। আলোচনা সভায় কলেজের অন্যান্য সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজে প্রতিষ্ঠাতার জীবনীর উপর দেওয়ালিকা ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের নিকট পুরস্কার প্রদান করা হয়।
অপরদিকে সকাল ১১টায় শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্তের জন্ম বার্ষীকি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কু্ুদ্দুস, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারি শিক্ষক শাহ এমরান আহম্মেদ ও গীতা পাঠ করেন সহকারি শিক্ষক দীপক লাল ভৌমিক। এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সহিদুল ইসলাম বাবু ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
১৯৩৯ সালে শ্রীকাইল গ্রামে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত তাঁর পিতার নামে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ১৯৪১ সালে শ্রীকাইল কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানের তাঁর প্রতিষ্ঠিত শ্রীকাইল কলেজটি কুমিল্লার মুরাদনগর উপজেলার একমাত্র সরকারি কলেজ হিসেবে রুপান্তরিত হয়েছে। তিনি চির কুমার ছিলেন। কর্মবীর ও শিক্ষা সংস্কারক ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্ত ১৯৪৯ সালে ৬ এপ্রিল ৬৫ বছর বয়সে কলকাতায় নিজ বাসাতে পরোলোক গমন করেন।