সাজ্জাদ হোসেন শিমুলঃ
মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামে ‘মোঃ হারুন-অর রশিদ পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার বিকালে ভূতাইল মোঃ হারুন-অর রশিদ (বিএসসি) এর বাড়ীতে তাঁর সন্তান বর্তমানে চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার মোঃ শওকত ওসমান (উপসচিব)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বশীর, মোঃ হারুন অর রশিদ (বিএসসি), কথা সাহিত্যিক আবদুস সাত্তার।
শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হাসান সরকার কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু সালেহ খসরু, আনোয়ার হোসেন আনু, রফিকুল ইসলাম বাহাদুর, মোঃ জসিম উদ্দিন, ফজলুল হক বাবুল, ভূতাইল সরকারি প্রঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী, সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিয়া নুসরাত নাজমা, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, শ্রীকাইল ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোমেন ইকবাল, অর্থ সম্পাদক আশ্রাফুল জামিল, প্রচার সম্পাদক রেজাউল করিম, সদস্য আক্তার হোসেন, ব্যবসায়ী মুবুল সরকার, রেজাউল করিম, মোঃ রনিন, স্বপ্নতরী সামাজিক উন্নায়ন সংগঠনের সদস্য আহসানুল হক বনফুল, সুমন মীর, মুন্সী মোঃ মাহফুজ, মোঃ মামুন, মোঃ ইউসুফ, সুজন মুন্সী, মোঃ সৌহরাব হোসেন, মেহেদি হাসান প্রমূখ।
পাঠাগার উদ্বোধন শেষে ভূতাইল স্বপ্নতরী সামাজিক উন্নায়ন সংগঠনের পক্ষ থেকে প্রায় ২শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।