বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ ও বাঙ্গরা বাজার থানার আয়োজনে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাঙ্গরা বাজার থানার ১০টি ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন করা হয়।
সমাবেশে নারী ধর্ষণ, নিপীড়ণ ও নির্যাতনের বিরোধীতা করে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়াও বিগত সময় দেশ ব্যাপী নারী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। নারী ধর্ষণসহ যে কোন অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানা পুলিশ সব সময় সোচ্চার দাবি করে সমাবেশে বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ৬নং পূর্ব বাঙ্গরা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকারসহ অন্যান্যরা।