জাকিয়া আক্তার, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল তালুকদার সেচ্ছায় পদত্যাগ করেছেন।
রাসেল তালুকদার তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নোংরামি, অর্থ কেলেঙ্কারি ও বিভিন্ন অপকর্মসহ রাঙ্গামাটি শাখা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।
রাসেল তালুকদার আরও বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হলো দুইজন। একজন হলেন মেহেদী হাসান অপর জন হলেন শেখ আতিকুর রহমান বাবু। তারা দুইজনেই নিজেদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি হিসেবে দাবী করেন।
তাছাড়া তারা কখনোই মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে কোন প্রকার ভূমিকা পালন করতে দেখা যায়না। কোন বিপদ আপদেও তাদের দেখতে পাওয়া যায় না ও কোন প্রকার সহযোগিতার হাত না বাড়ানোর কারনে আমি সেচ্ছায় এই পদত্যাগ করছেন।
রাসেল তালুকদার করোনাকালীন লকডাউনের সময় রাঙ্গামাটি জেলায় মুক্তিযোদ্ধা পরিবার সহ দশ উপজেলায় প্রায় ৩০০০ হাজার পরিবারের মাঝে নিজ অর্থয়ানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে।
বীর পুত্র রাসেল তালুকদার বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলা আহবায়ক হিসেবে দায়িত্বে আছেন।
তাছাড়া তিনি বলেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের জন্য বর্তমানে একমাত্র সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জনাব সোলায়মান মিয়া ও মহাসচিব হলেন সফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সারা বাংলাদেশে একমাত্র এই সংগঠনের নেতাবৃন্দরাই মুক্তিযোদ্ধাদের পরিবারের অধিকার আদায়ের জন্য সাত দফা দাবী ও ৩০% কোটা আদায়ের লক্ষে আন্দোলন করছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের রাঙ্গামাটি জেলা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে নিজেকে গর্বিত বোধ করছি বলে জানিয়েছেন। মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ের আন্দোলনে জয় আমান হবেই বলেন তারি সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও চট্টগ্রাম বিভাগীয় কমান্ড কাউন্সিলের সকল নেতৃবৃন্দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।