স্টাফ রিপোর্টারঃ
মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে কাজ করার নামে তথাকথিত প্যাড সর্বস্ব সংগঠনদেরে মধ্যে অন্যতম “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড”।
“বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ” এর কমিটি বিলুপ্তি হওয়ার সাথে সাথে এর অঙ্গসংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের” কমিটির বিলুপ্তি ঘটে, কিন্তু তারা তা না মেনে ওই সংগঠনটি অবৈধ ভাবে কমিটি পরিচালনা করে যাচ্ছে এবং নানাভাবে বিভক্ত হয়ে যায়। একই সাথে চালিয়ে যায় জেলায় জেলায় কমিটি বাণিজ্য।
বর্তমানে এই সংগঠনের একাংশের সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা। অন্য অংশের সভাপতি আতিকুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক ফারহানা আক্তার সুমী। উভয়েই তাদের কার্যালয় হিসেবে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবন ৩৯৩, নিউ ইস্কাটন, মগবাজার, ঢাকা এর ঠিকানা ব্যবহার করছে যা কিনা সম্পুর্নভাবে অবৈধ। তাদের মূল কার্যক্রম হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানদের আস্থা অর্জন করে তাদের সাথে বিভিন্ন ভাবে প্রতারনা করা।
সরেজমিনে অনুসন্ধান করে জানাযায়, উক্ত ঠিকানার অফিসটি তালাবদ্ব অবস্থায় রয়েছে বিগত তিন বছর যাবত। আরো জানাযায়, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এই সংগঠনটির মাধ্যমে নানা ভাবে প্রতারিত হচ্ছে।
তাদের কার্যালয়ের ঠিকানা নিয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন- যেই অফিসে তারা বসতেই পারে না , সেই অফিসের ঠিকানা তারা ভিজিটিং কার্ড এবং প্যাডে ব্যবহার করে কিভাবে? আরো জানাযায়, সংগঠনটি জেলায় জেলায় কমিটি বানিজ্যে লিপ্ত।
মুক্তিযোদ্ধা সংসদ এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জ্যামুকা) নাম প্রকাশে অনিচ্ছুক কিছু দায়িত্বরত ব্যাক্তিবর্গ জানান এই সংগঠনটির কোন বৈধ অনুমোদন নেই, কিন্তু তারা বিভিন্না জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিভিন্ন ধান্ধা ও তদবির বানিজ্যে লিপ্ত।
মুক্তিযুদ্ধা নেতারা বলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নানা ভাবে বিতর্কিত। তারা তাদের প্যাডে এবং ভিজিটিং কার্ডে ভূয়া অবৈধ ঠিকানা ব্যবহার করছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা নেতারা এই জঘন্য কাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
এছাড়া ও এই সংগঠন মুক্তিযোদ্ধা সন্তানদের নাম ব্যবহার করে চাকরি ও তদবির বানিজ্য করে যাচ্ছে। এছাড়া তারা অন্য কোন কার্যক্রম পরিচালনা করছে না। তাদের এই ধরনের কার্যক্রমে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ তাদের উপর চরম বিরক্ত।