নিজস্ব প্রতিবেদকঃ
মালদ্বীপ আওয়ামী লীগের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল শিকদারের সঞ্চালনায় ও মালদ্বীপ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভিও কনস্ট্রাকশন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দুলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিও কনস্ট্রাকশন এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দুলাল বলেন জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌমত্ব বাংলাদেশ, আমাদের দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সদায় প্রস্তুত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব দুলাল মাতবর বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে একটি উন্নতশীল বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা প্রবাস থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগ এর সহ সভাপতি গাজী সাদেক হোসেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন আনিস আহমেদ, এ আর মামুন, মোহাম্মদ সাদেক হোসেন, গাজী জাহিদ,শাহ জাহান,এনামুল হক, জাকির হোসেন,রফিকুল ইসলাম, সোহেল রানা প্রমূখ।