মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ
দৌলতখানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং ও সচেতনতা সভা করেছেন নৌ-বাহিনী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতখান বাজারের পৌর শহরের দক্ষিণ মাথায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে ব্যবসায়ীদেরকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহাররের সুফল সম্পর্কে সচেতনতা সভা করেন ভোলা নৌ-বাহিনীর লেফটেন্যান্ট এম মোহাইমেনুল হক মৃদু।
এ ছাড়াও ঘরে থাকা নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, চিনি, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি । এ সময় নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।